অল্পের জন্য বেঁচে গেল ১৫শ’ যাত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : অল্পের জন্য বেঁচে গেল ১৫শ যাত্রীর প্রাণ। সোমবার রাতে মেঘনা নদীতে প্রায় ১৫শ যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে গ্রীন ওয়াটার-১০ নামে একটি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে আসে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পৌঁছলে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু লঞ্চ চালক-সুকানির অসর্তকতার কারণে কোন রকম চেক না করে তারা চাঁদপুরের উদ্দেশ্যে যেতে থাকে। লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করে সোমবার রাত সাড়ে ৭ টার দিকে নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে পৌঁছলে গ্রীন লাইনের অপর একটি লঞ্চ যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ে লঞ্চে পানি উঠতে থাকে। এ সময় তলাফেটে লঞ্চের ভেতর দ্রুত পানি প্রবেশ করতে দেখে লঞ্চ কর্তৃপক্ষ। যাত্রীরা চিৎকার শুরু করলে লঞ্চ কর্তৃপক্ষ কোন ভাবে চরকিশোরগঞ্জের হোগলাকান্দি গ্রামের চরে লঞ্চটি ভেড়ায়। এতে করে যাত্রীরা প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে বোগদাদীয়া-১০ লঞ্চটি এসে ৭শ’ যাত্রী উদ্ধার করে নিয়ে গেলেও বাকী ৮শ যাত্রীর অপর একটি লঞ্চের আশায় বসে থাকে। প্রত্যক্ষদর্শী মুনছুর বেপারী জানায়, লঞ্চটিতে যাত্রী ধারণ ক্ষমতা সাড়ে ৩শ হলেও ১৫শ’ যাত্রী নিয়ে চাঁদপুরের ভাঙ্গা ফেরীঘাটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসে। অতিরিক্ত যাত্রীর কারণেই গ্রীন লাইন লঞ্চ যাওয়ার পরে পানির ঢেউয়ে লঞ্চের ভেতরে পানি উঠে। লঞ্চের সামনের অংশের তলা ফেটে পানি উঠলে লঞ্চটি ডুবু অবস্থায় চর হোগলার চরে ঠেকানোর ফলে প্রাণে বেঁচে যায় ১৫শ’ যাত্রী। স্থানীয় কোস্টগার্ড জানায়, লঞ্চটি ফিটনেস বিহীন, জরাজীর্ণ। তাই গ্রীন লাইন লঞ্চের পানির ঢেউয়ে লঞ্চের তলা ফেটে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া নৌ-ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। Share this:FacebookX Related posts: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ১৫শ' যাত্রীঅল্পের জন্যবেঁচে গেল