লকডাউন যুক্তরাজ্যও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : করোনার প্রকোপ ঠেকাতে যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছেন বরিস জনসন।সোমবার রাতে লন্ডনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই লকডাউন ঘোষণা করেন তিনি। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন। যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউন ঘোষণা করা হলো। এই সময়ে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে। এদিকে, বরিস জনসনের নেওয়া লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি বার্নার্ড করবিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৩৩৫ জন নাগরিক মৃত্যুবরণ করেছেন। Share this:FacebookX Related posts: ভারতের ৮০ শহর লকডাউন ২১ দিনের জন্য লকডাউন ভারত লকডাউন শিথিল হচ্ছে সৌদিতে লকডাউন তুলে নিচ্ছে ভারত লকডাউন শিথিল করছে সৌদি আরব লকডাউন জারি করছে ইংল্যান্ড জার্মানিতে শুরু লকডাউন লাইট ইতালিতে নতুন করে লকডাউন আবারও বাড়লো মালয়েশিয়ার এমসিও লকডাউন চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: যুক্তরাজ্যওলকডাউন