লকডাউন যুক্তরাজ্যও

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : করোনার প্রকোপ ঠেকাতে যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছেন বরিস জনসন।সোমবার রাতে লন্ডনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই লকডাউন ঘোষণা করেন তিনি।

যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন। যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউন ঘোষণা করা হলো। এই সময়ে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে।

এদিকে, বরিস জনসনের নেওয়া লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি বার্নার্ড করবিন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৩৩৫ জন নাগরিক মৃত্যুবরণ করেছেন।