আবারও বাড়লো মালয়েশিয়ার এমসিও লকডাউন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ অনলাইন ডেস্ক ; করোনা মোকাবিলায় এ বছরের শুরুতে প্রথম দফা এমসিও ২.০ লকডাউনের পর আগামী ৪ ফ্রেব্রুয়ারির পর আবার লকডাউন বাড়ানো হয়েছে। বর্তমান লকডাউন শেষ হওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারি। এখন দ্বিতীয় দফা লকডাউন শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারাওয়াক প্রদেশ ব্যতিত পুরো মালয়েশিয়া জুড়ে এই এমসিও ২.০ লকডাউন বহাল থাকবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সিনিয়র মন্ত্রী দাতোক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের খবরে বলা হয়েছে যে সমস্ত রাজ্যে দৈনিক কোভিড-১৯ সংক্রমন বেশি হওয়ার কারণে এবং মৃত্যুর হারও বেশি হওয়ার পরে সরকার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় জনগণকে এমিসও ২.০ লকডাউনের স্বাস্থ্য বিধি ও বিধি নিষেধ মেনে চলার জন্য আহ্বান করেন। লকডাউনে প্রবাসীসহ স্থানীয় জনগন ১০ কিলোমিটারের বেশি ভ্রমন করতে অনুমতি লাগবে এবং বিভিন্ন নির্মাণ খাত সহ কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাঠ, রেষ্টুরেন্ট বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে রোড ব্লক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছেন সেনাবাহিনী ও পুলিশ। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বাংলাদেশি প্রবাসী সহ সংশ্লিষ্টরা। তারা কাজ কর্ম হারিয়ে আর্থিক অনটনে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। Share this:FacebookX Related posts: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ভারতের ৮০ শহর লকডাউন লকডাউন যুক্তরাজ্যও ২১ দিনের জন্য লকডাউন ভারত লকডাউন শিথিল হচ্ছে সৌদিতে লকডাউন তুলে নিচ্ছে ভারত মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ মালয়েশিয়ার বনায়ন আইনে ১ বাংলাদেশীর সাজা লকডাউন জারি করছে ইংল্যান্ড জার্মানিতে শুরু লকডাউন লাইট ইতালিতে নতুন করে লকডাউন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আবারও বাড়লোএমসিওমালয়েশিয়ারলকডাউন