করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের মতো দেশেও এমন হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন। জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক। শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’ উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দেশে প্রাণ গেছে ৫ জনের। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষ। Share this:FacebookX Related posts: করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল করোনা চিকিৎসায় এসকেএফের রেমডিসিভিরের বিষয়ে যা বলল ঔষধ প্রশাসন করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী করোনা সতর্কতায় ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি বিক্ষোভের মুখে করোনা হাসপাতালের কাজ বন্ধ করলো আকিজ করোনা চিকিৎসা সরঞ্জাম: দেশব্যাপী পৌঁছে দিতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ করোনা: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১ এপ্রিলে ধাক্কা দিতে পারে করোনা: প্রধানমন্ত্রী করোনা সংক্রমণে চলতি মাস খুবই ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী করোনা পরীক্ষা শুরু করেছে বিএলআরআই করোনা পরীক্ষার ফি ২০০ টাকা করোনা : আর নয় বুলেটিন কাল থেকে প্রেস বিজ্ঞপ্তি SHARES Matched Content জাতীয় বিষয়: করোনাচিকিৎসায়চীনের মতো হাসপাতালঢাকায় হচ্ছে