করোনা: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও দু’জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে।

আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে দু’জনের দেহে করোনা শনাক্ত করা গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন।’

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দু’জনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর এবং অন্যজনের বয়স ৫৫ বছর। একজন সৌদি আরব ফেরত হলেও অন্যজনের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। একজন ডায়াবেটিসে ভুগছেন। অন্যজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং দু’জনই সুস্থ আছেন। যার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই, তার সংক্রমিত হওয়ার ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।’

মীরজাদী সেব্রিনা বলেন, ‘নতুন করে কারও মৃত্যুর তথ্য আসেনি। মৃতের মোট সংখ্যা ৫ জনই আছে।’