গৌরীপুরে আগ্নেয়াস্ত্র ও চাকুসহ মাদ্রাসার ছাত্র গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ শনিবার (১৪ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি কাটা রাইফেল ২ রাউন্ডগুলি ও একটি বিদেশী ধারালো চাকুসহ বিল্লাল হোসেন (২২) নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। এ সময় বিল্লাল মোটরসাইকেলযোগে উপজেলার সহনাটি ইউনিয়নের মাসকান্দা এলাকার ব্রিজ অতিক্রম করছিল।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান এর নেতৃত্বে একটি পুলিশ দল পূর্ব থেকেই উপজেলার সহনাটি ইউনিয়নের মাসকান্দা এলাকার ব্রীজে অবস্থান নেয়। পরে রাত সাড়ে দশটার দিকে একটি পালসার মটরসাইকেলযোগে আসার পথে তার গতি রোধ করে উল্লেখিত অস্ত্রসহ পুলিশ বিল্লালকে আটক করে।

বিল্লাল উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ি মধ্যপাড়া গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে। সে ভুটিয়ারকোনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার নাজেরানা বিভাগের ছাত্র ছিল।

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে গৌরীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন বিল্লাল কে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।