মাদক নির্মূলে সবার মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে-ওসি মোসলেম উদ্দিন

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

নওগাঁ প্রতিনিধি : মাদক সমস্যা আজ বিশ্বব্যাপী প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। মাদকের কুপ্রভাব আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভয়ানক মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আমাদের পুনরায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে
উল্লেখ করে নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোসলেম উদ্দিন বলেছেন, আমাদের তরুণ সমাজের একটি বিরাট অংশ আজ মাদকের ভয়াবহ গ্রাসের শিকার। উপজেলার প্রতিটি এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজের প্রতিটি স্তরেই ইসলামী চেতনা সৃষ্টি করতে হবে। ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বাদ জুম্মা উপজেলার ভবানীপুর বাজার জামে মসজিদে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ভবানীপুর বাজার মার্কাযজামে মসজিদের ইমান মুফতি মো: হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছামাদ আলী খাঁন, মুক্তাদুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই থানা ডিএসবি নুরুল ইসলাম, ভবানীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ মসজিদের মুসল্লিগণ।