ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ : ড. মুহাম্মদ ইউনূস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ অনলাইন ডেস্ক : সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’র তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, ও বাক-স্বাধীনতার। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। থ্রি জিরোর ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে। যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না। সবার মাঝে সমানভাবে বণ্টন হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বিদেশি অতিথিদের বলব আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন। বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাব, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে। যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন।’ আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশ নেবেন। Share this:FacebookX Related posts: ঢাকায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে: তাপস বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে : ড. মুহাম্মদ ইউনূস করোনায় আজও নতুন করে আক্রান্তের কোনো খবর নেই করোনা চিকিৎসা সরঞ্জাম: দেশব্যাপী পৌঁছে দিতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট শুরু রোববার ডিএমপির ২৮ ডিসিকে বদলি রোববার বাংলার আকাশে ডানা মেলবে ‘ধ্রুবতারা’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে পিবিআইপ্রধানের মামলা নির্বাচনে ইসির নির্দেশনায় চলবে পুলিশ এলপিজি’র ১২ কেজির সিলিন্ডার এখন ১২০০ টাকা SHARES Matched Content জাতীয় বিষয়: ড. মুহাম্মদ ইউনূসন্যায়বিচারপ্রতিষ্ঠাপ্রধান চ্যালেঞ্জরাষ্ট্র সংস্কারই সরকারের