ঢাকায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে: তাপস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচিত হলে ঢাকায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে।সুশাসিত ঢাকার আওতায় সকল নাগরিকের মৌলিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে যাবে। দায়িত্ব গ্রহণের দিন থেকেই ঢাকাবাসীর জন্য কাজ করে যাবো। সিটি কর্পোরেশনে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না।সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড ৪র্থ দিনের নির্বাচনী প্রচারণার শুরুতে তিনি এসব কথা বলেন। তাপস বলেন, উন্নত ঢাকা গড়তে মহাপরিকল্পনা করছি আমরা। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে আমরা উন্নত ঢাকা গড়ে তুলবো। সেখানে প্রত্যেকটি রাস্তা-ঘাটের অবকাঠামো উন্নয়নের বিষয় থাকবে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়টি গুরুত্ব পাবে। সকল নগরিকের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়তে নব সূচনার উন্মেষ হচ্ছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রথম ৯০ দিনের মধ্যেই নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে। ঢাকার মধ্যে সকল সংস্থা সমন্বয় করে কাজ করবে। ঢাকার কোনো স্থানের কাজ হলে ৩ বছরের মধ্যে অন্য সংস্থাকে কাজ করতে দেয়া হবে না।তাপস বলেন, ঢাকাবাসী আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার সুযোগ দিবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন।এসময় মানিকনগর বাসস্ট্যান্ডে পথসভা শেষ করে তাপস মুগদা, খিলগাঁও ও সবুজবাগ জনসংযোগে যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চান। Share this:FacebookX Related posts: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : তাপস ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাপস ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান তাপস দায়িত্ব গ্রহণের পরেই ডিএসসিসি’র ২ শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস মশকনিধনে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে, বাস্তবায়ন শুরু : তাপস মশকনিধনে নতুন পরিকল্পনার কার্যক্রম শুরু: তাপস ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে: তাপস উন্নত কোনো দেশের সড়কে বেওয়ারিশ কুকুর পাওয়া যায় না: তাপস নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নেব: তাপস যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই দেশের ১২ অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে SHARES Matched Content জাতীয় বিষয়: -তাপসকরা হবেঢাকায় সুশাসনপ্রতিষ্ঠা