সরকার গঠনে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

অনলাইন ডেস্ক ; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনে গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।বিবৃতিতে নির্বাচনের আগে বিরোধী দলের সহিংসতা এবং যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এতে ফলকার তুর্ক বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভাবেও উদাহরণ তৈরি করবে, না হলে সব বাংলাদেশিদের ভবিষ্যৎ হুমকির মুখে।

বিবৃতিতে নির্বাচনের আগে আটককৃত রাজনৈতিক কর্মীদের মুক্তির আহ্বানও জানান তিনি।