সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩ অনলাইন ডেস্ক : সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক ভারতীয় নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা। সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হত্যার ঘটনায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মূলত আর্থিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। আর তাদের হাতে খুন হওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক। ঘটনার দিন ওই ভারতীয় ব্যক্তিকে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়ার পর পেছন থেকে কাপড়ের টুকরো দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এমনকি ওই ব্যক্তির মুখে কীটনাশক ছিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে নিহত ব্যক্তির লাশও দাফন করে ফেলেন অভিযুক্তরা। তবে পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়। এমনকি রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। Share this:FacebookX Related posts: সৌদি আরবে ঈদ রোববার সৌদি আরবে জাতীয় শোক দিবস পালিত সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মিয়ানমারে ৪ আন্দোলনকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত করোনায় বিশ্বব্যাপী মৃত ২ লাখ ৮৩ হাজার, আক্রান্ত ৪১ লাখ সুস্থ হয়ে ফিরলেন এক কোটি ১৩ লাখ যুক্তরাষ্ট্রে আবারও দৈনিক সংক্রমণের রেকর্ড সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণ বন্ধ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত আট, আহত অনেক যুক্তরাষ্ট্র-কানাডা-ইউরোপে বিরল রোগের প্রাদুর্ভাব সুদান ছাড়ল চার শতাধিক বাংলাদেশি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২ বাংলাদেশিরমৃত্যুদণ্ড কার্যকরসৌদি আরবে