কারচুপির চেষ্টা হলেই ভোট বন্ধ: সিইসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলবো সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদেরই ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না। সভার শুরুতে সিইসি ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান। সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণেরও নির্দেশ দিয়েছেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন। Share this:FacebookX Related posts: ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি সব রাজনৈতিক দলের ঐক্যে নতুন কমিশন হওয়া উচিত : সিইসি ভোটের দিন অস্বচ্ছতার চেষ্টা হলে নির্বাচন বন্ধ: সিইসি কথা দিচ্ছি, নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা করবো: সিইসি বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে: সিইসি নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে যে তথ্য দিলেন সিইসি আমাদের হাতে অপশন নেই, যথাসময়েই নির্বাচন: সিইসি সংসদ নির্বাচনে প্রধান বিচারপতির কাছে যে সহযোগিতা চাইলেন সিইসি কাউন্সিলরপ্রার্থীদের হুমকি, লিখিত অভিযোগ দিলেন ইশরাক ইভিএম নিয়ে ঐকমত্য তৈরির অবস্থা নেই: সিইসি একটি আসনের একাধিক কেন্দ্রের ভোট বাতিল করা যাবে ফারুকের আসন শূন্য ঘোষণা, যেকোনো দিন তফসিল SHARES Matched Content জাতীয় বিষয়: কারচুপিরচেষ্টা হলেইভোট বন্ধসিইসি