‘জানুয়ারিতে ফাইনাল খেলা’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খেলা তো হবেই। সারা বাংলায় খেলা হবে। কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা, প্রস্তুত আছেন তো? সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে কোনো অপশক্তি হটাতে পারবে না, বাংলার জনগণ তাঁর সঙ্গে আছে, থাকবে। কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিনমিন করেন কেন? রয়েল বেঙ্গল টাইগারের মতো আরেকবার গর্জে উঠুন। তিনি বলেন, বিএনপি এখন শেষের পথে। বেশি তর্জন-গর্জন করতে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। শেখের বেটি শেখ হাসিনার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হব। ওবায়দুল কাদের বলেন, আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা সাহস করে রাস্তায় দাঁড়ান। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবেন। আমরা দুষ্কৃতকারীদের ক্ষমা করব না। Share this:FacebookX Related posts: খালেদা-তারেকের ‘ইয়েস ম্যান’ ফখরুল : কাদের নৌকার মাঝি তাপস, ধানের শীষ হাতে ইশরাক অবশেষে মুক্ত খালেদা জিয়া সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি: হাছান মাহমুদ দোষারোপের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান ফখরুলের কাতুকুতু দিয়ে লাভ হবে না : তথ্যমন্ত্রী কোরআন ও ইসলাম নিয়ে বক্তব্য দেবেন না জাফরুল্লাহ চৌধুরী এখনো সময় আছে, এরপর পালাবার সময় পাবেন না: ফখরুল সারা দেশে নতুন কর্মসূচি দিল বিএনপি ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল বিএনপি: ওবায়দুল কাদের বিএনপির পদযাত্রা হলো পতন যাত্রা: ওবায়দুল কাদের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ‘জানুয়ারিতেফাইনাল খেলা