পিটার হাসকে হুমকির ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩ পিটার হাসকে হুমকির ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হকসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এম এ হাশেম রাজু বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন (সিএমএম) ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আবেদনটি করেন।মুজিবুল হক ছাড়াও মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৬/ ৩০৭/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং তাদের গ্রেফতারের আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী এম এ হাশেম রাজু বলেন, ‘অদালতের বিচারকের কাছে মামলার জবানবন্দি দিয়েছি। বিচারক এ সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।’ নথি থেকে জানা গেছে, গত ৬ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেন চেয়ারম্যান মুজিবুল। যা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি গিয়ে ঠেকে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়েও। Share this:FacebookX Related posts: করোনাভাইরাস প্রতিরোধে মানুষের সঙ্গে পেশাদার আচরণ করুন-আইজিপি ঢাকা ত্যাগে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করল মার্কিন দূতাবাস বিএসএমএমইউর প্রতি কৃতজ্ঞতা জাফরুল্লাহ জনগণ দুর্যোগ মোকাবিলায় অভ্যস্ত হয়ে গেছে: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬,৫০৯ জন করোনায় নতুন রোগী ৩৮৭ জন অতি উচ্চ ঝুঁকিতে ৪০ জেলা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ ‘বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র’ ৪৮৯ কোটি টাকার তেল-ডাল-গম কিনবে সরকার মার্কিন কংগ্রেসম্যানদের সফর বাংলাদেশের জন্য সুখবর: পররাষ্ট্রমন্ত্রী ‘বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?’ SHARES Matched Content জাতীয় বিষয়: পিটার হাসকেসাতজনের বিরুদ্ধে মামলার আবেদনহুমকির ঘটনায়