দোষারোপের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে অনুরোধ জানাবো আজ এ পবিত্র দিনে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে গড়তে চাই। আসুন সম্মিলিতভাবে দেশকে গড়ি। করোনাভাইরাসের হাত থেকে দেশকে মুক্ত রাখার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করি।

করোনাভাইরাস থেকে রক্ষার করার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার পৃথিবীর যে কয়টি দেশে সর্বনিম্ন; বাংলাদেশের অবস্থানও তাদের মধ্যে। যদি সরকার সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারতো, তাহলে করোনাভাইরাসে আমাদের দেশে ভারত-পাকিস্তানের চেয়েও বেশি মৃত্যু হতে পারতো। সরকারের সঠিক নেতৃত্বের কারণেই আমাদের এ সফলতা।

এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ আগামী ঈদ যেন সম্পূর্ণ করোনামুক্ত পরিবেশে উদযাপন করতে পারি, এটি আমাদের প্রত্যাশা।