প্রণোদনা বৃদ্ধিতে অক্টোবরে প্রবাসী আয়ের পালে হাওয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৩ অনলাইন ডেস্ক : চলতি বছরের অক্টোবর শেষে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৮৫২ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে)। প্রতিদিন এসেছে প্রায় ছয় কোটি ৩৯ লাখ ডলার বা ৭০৫ কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে শেষ ৪১ মাসের সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় আসে। ডলারে দাম বাড়ানোর পাশাপাশি প্রণোদনা বৃদ্ধির এক মাসের ব্যবধানে ৬৪ কোটি ৩২ লাখ ১০ হাজার ডলার বা ৫১ হাজার ৩০৭ কোটি ৪৭ লাখ টাকা বেড়ে গেছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি। ২০২২ সালের অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৫ কোটি ৮২ লাখ ডলার। সব বেসরকারি ব্যাংকের মাধ্যমে আসে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে আসে ৬০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।যখন সরকার ডলার সংকটে হিমসিম খাচ্ছে, রিজার্ভে টান পড়েছে- সে সময়ে ডলার ও প্রবাসে আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ের ঘুরে দাঁড়িয়েছে। এ সময়ে কয়েক দফায় প্রবাসী আয়ের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি প্রণোদনা বাড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১১০ টাকা ৫০ পয়সা করা হয়েছে। গত সপ্তাহে প্রবাসী আয়ে সরকারের ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনা দেওয়ার অনুমতি দেয়। এর ফলে প্রবাসী আয়ের ১ ডলারের বিপরীতে প্রায় ১১৬ টাকা পাচ্ছে। সাধারণত হুন্ডির মাধ্যমে আসায় কয়েক মাস ধরে প্রবাসী আয় আশঙ্কজনক ভাবে কমে যায়। বিষয়টি সরকারের নীতি নির্ধারক মহলের তাগাদায় জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। সিদ্ধান্তে প্রবাসী আয়ের ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করা। আর এতেই ঘুরে দাঁড়িয়েছে প্রবাসী আয়। আগামীতে প্রবাসী আয়ের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। Share this:FacebookX Related posts: লেবাননে আটকেপড়া ৭১ জন প্রবাসী দেশে ফিরেছে বিমান বাহিনীর বিমানে ফেসবুকে ক্ষতিকর উপাদানে লাইক দেয়াও অপরাধ : মনিরুল শতভাগ বিদ্যুতের আলোয় ৪১০ উপজেলা দেশের ১৭ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ দফা নির্দেশনা ২৫ উপজেলায় হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর করোনায় আক্রান্ত বেড়েছে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় SHARES Matched Content জাতীয় বিষয়: অক্টোবরেআয়ের পালে হাওয়াপ্রণোদনা বৃদ্ধিতেপ্রবাসী