মূল্যস্ফীতির লাগাম টানতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৩ অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্য নিয়ে জনগণের কষ্ট লাঘবে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা স্বীকার করে নিচ্ছি মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্টে আছে। স্বীকার করে বসে থাকলে তো হবে না। নানা কৌশল দিয়ে এটি মোকাবিলা করতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্যই হবে মূল্যস্ফীতি যেন আর না বাড়ে সেটি নিশ্চিতে কাজ করা।মঙ্গলবার (৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারপ্রধান এ নির্দেশনা দেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভার বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি মোকাবিলা করতেই হবে। প্রথম উদ্দেশ্য আর যেন এটা না বাড়ে। এনাফ, নো মোর। বাজারে স্টক বাড়াতে হবে। ইমপোর্ট অথবা ইন্টারনাল প্রোডাকশন বাড়াতে হবে। দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে নিত্যপণ্যের স্টক বাড়াতে হবে। সংবেদনশীল আইটেম যেগুলো রাতারাতি দাম বেড়ে যায় সেগুলোর স্টক বাড়াতে হবে। টিসিবিকে আরও জোরালোভাবে স্টক করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকায় স্টক করলে হবে না- রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সংবেদনশীল পণ্যের স্টক বাড়াতে হবে। বৈজ্ঞানিক ভিত্তিতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ যা আছে সবকিছুর স্টক বাড়াতে হবে। এসব কৌশল দ্রুত নিতে হবে। মূল্যস্ফীতি কেন বাড়ছে গবেষণা করে এর কারণ খুঁজে বের করার নির্দেশও দিয়েছেন সরকারপ্রধান। Share this:FacebookX Related posts: আজীবন রেশন পাবে পুলিশ চীন থেকে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশী বিদেশি দূতাবাসগুলো অত্যন্ত গর্হিত কাজ করেছে: প্রধানমন্ত্রী সরকারি ৪ বিশ্ববিদ্যালয়েও হবে করোনার পরীক্ষা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই করোনা: একদিনে দেড় হাজারেরও বেশি সুস্থ সৌদির সঙ্গে ফ্লাইট চালু ৬ জানুয়ারি ছাড়া পেয়েছে আটক ২০ শিক্ষার্থী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ষড়যন্ত্র করে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছিল: আইনমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশন শুরু বৃহস্পতিবার SHARES Matched Content জাতীয় বিষয়: প্রধানমন্ত্রীর নির্দেশনামূল্যস্ফীতিরলাগাম টানতে