বিদেশি দূতাবাসগুলো অত্যন্ত গর্হিত কাজ করেছে: প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ বিদেশি দূতাবাসে চাকরি করা বাংলাদেশিদেরকে ‘বিদেশি নির্বাচন পর্যবেক্ষক’ করায় তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা অত্যন্ত গর্হিত কাজ করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সেটি গ্রহণ করায় (বাংলাদেশিদের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক) তাদেরও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোটটি দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘তারা (বিদেশি দূতাবাসগুলো) ঠিক কাজ করেনি। তাদের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি নাগরিক যারা চাকরি করে… তারা বাংলাদেশের নাগরিক… তারা সেখানে চাকরি করে… তাদেরকে (বাংলাদেশি নাগরিক) বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি দূতাবাসগুলো অত্যন্ত গর্হিত কাজ করেছে।’ শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, একজন বাংলাদেশি নাগরিক কিভাবে একজন বিদেশি এবং বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হতে পারে? যখন তারা বিদেশি দূতাবাসগুলোতে কেবল চাকরি করে? ‘তারা (বিদেশি দূতাবাসগুলো) অবশ্যই তাদের (বাংলাদেশি নাগরিকদের) বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে প্রেরণ করতে পারে না … তারা কাজটি ঠিক করেনি,’ যোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দেশের অতীত ইতিহাস ভালো না হওয়ায় বাংলাদেশে থাকা বিদেশি মিশনগুলো তাদের উদ্বেগ প্রকাশ করতে পারে। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর সবাই দেখেছে যে কিভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে খেলা হয়েছে। কিন্তু এখন আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই জানে তাদের দেশে নির্বাচন কেমন হয়। আমরা তাদের দেশগুলোর নির্বাচনের কয়েকটা উদাহরণ জানি। বিদেশি দূতাবাসগুলো যাদের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক করেছে, তাদের মধ্যে অনেক বাংলাদেশের প্রতি বৈরি লোক আছে। আমি জানি কারও বাবা হয়তো ৭৫-এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বা কেউ ছিল স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে, পাকিস্তানী বাহিনীকে সহায়তা করেছে তাদের উত্তরসূরিও অনেক আছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা নির্বাচন কমিশনের উচিত হয়নি। ‘তারা ভোটার হিসেবে ভোটকেন্দ্রে যেতে পারেন, তবে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে নয়,’ যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন। তিনি বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ে তুলব…এজন্য আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি … আমরা সেগুলো বাস্তবায়ন করছি … আমরা এসব যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’ Share this:FacebookX Related posts: দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ঘিরেই আমার সব কার্যক্রম-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন ৪ ফেব্রুয়ারি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনাকে সঙ্গী করেই জীবিকার জন্য কাজ চালু করতে হবে : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী ভাদ্র মাসের বন্যার বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নিয়ে যাব : প্রধানমন্ত্রী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: অত্যন্ত গর্হিত কাজ করেছেদূতাবাসগুলোপ্রধানমন্ত্রীবিদেশি