সরকারি ৪ বিশ্ববিদ্যালয়েও হবে করোনার পরীক্ষা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ অনলাইন ডেস্ক ; করোনাভাইরাসে ( কোভিড-১৯) আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে। দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে করোনারোগী শনাক্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর মেশিন রয়েছে। প্রয়োজন হলে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়েও করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা করা হবে। Share this:FacebookX Related posts: অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর মাদক নির্মূলে তিনভাবে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী বৃষ্টিতে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানালো আ.লীগ দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী এনআরসির প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না : শ্রিংলা ঢাকা ছাড়ার চেষ্টা কেউ করলে তাকে রাস্তাতেই রাখা হবে রাস্তায় চলাফেরায় লাগবে ‘মুভমেন্ট পাস’ ভাদ্র মাসের বন্যার বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশও: স্বাস্থ্যের ডিজি করোনা : আর নয় বুলেটিন কাল থেকে প্রেস বিজ্ঞপ্তি লেবাননে আটকেপড়া ৭১ জন প্রবাসী দেশে ফিরেছে বিমান বাহিনীর বিমানে ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে SHARES Matched Content জাতীয় বিষয়: করোনার পরীক্ষাসরকারি ৪ বিশ্ববিদ্যালয়েও হবে