কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশ নিয়েছে। এর আগে কাতার ইকোনমিক ফোরামের শীর্ষ বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া দেশটির জ্বালানি এবং বিনিয়োগবিষয়ক মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। গত তিন মাসে কাতারে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের এই সফরে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের ওপর বিশেষ বক্তৃতা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে ২৫ মে দেশে ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের। Share this:FacebookX Related posts: পরিবর্তনের কারিগর হোন: কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী আজ দুবাই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জামালপুর-এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি ভালো: প্রধানমন্ত্রী করোনার টিকা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী ইতিহাস আর কেউ মুছতে পারবে না : প্রধানমন্ত্রী প্রাথমিক-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে করোনা নিয়ন্ত্রণে এলে: প্রধানমন্ত্রী দেশের মানুষকে একটা উন্নত জীবন দিতে চাই: প্রধানমন্ত্রী রিজার্ভের টাকা খরচের হিসেব দিলেন প্রধানমন্ত্রী প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করতে হবে: প্রধানমন্ত্রী মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ইকোনমিকউদ্বোধনী অধিবেশনেকাতারপ্রধানমন্ত্রীফোরামেরযোগ দিয়েছেন