কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশ নিয়েছে।

এর আগে কাতার ইকোনমিক ফোরামের শীর্ষ বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া দেশটির জ্বালানি এবং বিনিয়োগবিষয়ক মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

গত তিন মাসে কাতারে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের এই সফরে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের ওপর বিশেষ বক্তৃতা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে ২৫ মে দেশে ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।