প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করতে হবে: প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে সম্ভাব্য বিশ্ব মন্দা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে বলেছেন, প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করতে হবে। নিজেদের যেটি চাহিদা পূরণ করার নিজেরাই চেষ্টা করবেন। যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা আমাদের দেশে না পড়ে। মঙ্গলবার ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২’-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যাদের জমি আছে, তাদের প্রত্যেককে নিজ নিজ জমিতে কিছু না কিছু উৎপাদন করতে হবে। সরকারপ্রধান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের উন্নয়নের গতিও ‘দুর্ভাগ্যজনকভাবে’ ধীর হয়ে গেছে। একদিকে করোনাভাইরাসের অভিঘাত, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু এই মন্দা মোকাবিলার জন্য এখন থেকে আমাদেরও প্রস্তুতি নিতে হবে। সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এগিয়ে যাব। Share this:FacebookX Related posts: ‘জামালপুর-এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়া ক্ষমতায় এসে ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়েছে : প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন তাদের বিচার হবেই: প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী নিজেও মেসেজ পাই, আপা আমার ঘরে খাবার নাই : প্রধানমন্ত্রী দ্রুত টিকা নিয়ে আসার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী খাদ্যে ভেজাল কঠোরভাবে দমন করা হবে: প্রধানমন্ত্রী ভাষার সংগ্রামে রচিত হয়েছিল স্বাধীনতার পথ: প্রধানমন্ত্রী প্রাথমিক-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে করোনা নিয়ন্ত্রণে এলে: প্রধানমন্ত্রী দেশের মানুষকে একটা উন্নত জীবন দিতে চাই: প্রধানমন্ত্রী রিজার্ভের টাকা খরচের হিসেব দিলেন প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: উৎপাদন করতে হবেকিছু না কিছুপ্রতিটি জায়গায়প্রধানমন্ত্রী