আওয়ামী লীগের আগামী নির্বাচনি ইশতেহার হবে ‘স্মার্ট বাংলাদেশ’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : ক্মতাসীন আওয়ামী লীগের আগামী নির্বাচনি ইশতেহার কী হবে- তা জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের আগামী নির্বাচনি ইশতেহারের ঘোষণাই হবে ‘স্মার্ট বাংলাদেশ’। যদিও এটা আগে বলে দিয়েছি, তবে এটাই হবে আমাদের মেইন, অর্থাৎ বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না, দেশের সব মানুষ উন্নত জীবন পাবে।সম্প্রতি ত্রিদেশীয় সফর শেষে সোমবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে সরকারের আরও কোনো পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যারা কোভিডের কারণে পরীক্ষা দিতে পারেনি বা নির্বাচনি পরীক্ষায় আসতে পারেনি, তাদের ক্ষেত্রবিশেষে শিথিল করা হয়েছে। এটা হয়েও গেছে। ক্যাশলেস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল ইকোনোমিতে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। Share this:FacebookX Related posts: আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে পারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ভারতীয় হাইকমিশনারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাটছাঁট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব পালন করতে চায় পুলিশ ৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা বাংলাদেশে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত ৬৫ এমপির নমুনা সংগ্রহ, ২০ জনেরই নেগেটিভ বাকিদের রিজাল্ট রবিবার জনগণ ভূমি অফিসে যেন হয়রানির শিকার না হয় : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিজিবি-বিএসএফ সম্পর্কের প্রশংসা করে বাংলাদেশের মানুষ’ শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কেজি সোনা জব্দ সেন্টমার্টিন ভ্রমনে পর্যটকদের জন্য ১৪ বিধিনিষেধ কোনো পক্ষ না নিয়ে ডিসি-এসপিদের কাজ করার পরামর্শ সিইসির SHARES Matched Content জাতীয় বিষয়: আওয়ামী লীগেরআগামীইশতেহার হবেনির্বাচনিস্মার্ট বাংলাদেশ