বাড়তি নিরাপত্তা আর পাবেন না ৬ দেশের রাষ্ট্রদূত: পররাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ ছয় দেশের রাষ্ট্রদূতকে বাড়তি পুলিশি নিরাপত্তা দিয়ে থাকে বাংলাদেশ। তবে এখন থেকে বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা আর বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না।’ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে চলাফেরার জন্য কয়েকটা দেশকে বিশেষ নিরাপত্তা ফোর্স দেওয়া হয়ে থাকে। তবে অনেক উন্নত দেশে এটা দেওয়া হয় না। যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর কাউকে এ সুবিধা দেব না।’ এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি আরও অনেক দেশের কূটনীতিকরা এ সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, আমরা ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮ জনের সবাই চান এ সুযোগ। আমরা এটা দিতে পারছি না। এ জন্য আমরা ঠিক করেছি কাউকে আর দেওয়া হবে না।’আব্দুল মোমেন বলেন, ‘আমরা শর্ত দিয়েছি, যদি কেউ নিতে চান, তিনি ভাড়া করতে পারবেন। বিদেশে এ সিস্টেম আছে। আমাদের সিকিউরিটি ফোর্স দরকার। মেট্রোরেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে; আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশে আইন-শৃঙ্খলা উন্নত। এখানে রাস্তা-ঘাটে কেউ কাউকে গুলি করে মারে না, গাড়ি আটকে মারে না। তাই আমরা মনে করি, এগুলোর প্রয়োজন নেই। এটা রাখতে গেলে অনেকের মনে কষ্ট। সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি গত সপ্তাহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিশনগুলোকে অবগত করা হয়েছে।’ Share this:FacebookX Related posts: সৌদি রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী ৩ বছরে একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের কাউকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক দেশ আজ উন্নয়নের রোল মডেল: পররাষ্ট্রমন্ত্রী কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী ৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কেমন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ‘নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খোলা হবে না নিউমার্কেট’ জাপানসহ তিন দেশে প্রধানমন্ত্রীর সফরসূচি জানালেন পররাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ৬ দেশেরআর পাবেন নানিরাপত্তাপররাষ্ট্রমন্ত্রীবাড়তিরাষ্ট্রদূত