বাংলাদেশে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত। সুস্থ হয়েছেন আরো চারজন। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে এমআইএস বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান। ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এর হটলাইনে কল এসেছে ৪৭২৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩ জনের। মোট নমুনা ১৩৩৮। তিনি বলেন, গত দু’দিন দেশে কেউ আক্রান্ত না হওয়ায় অনেকে মনে করেছেন বাংলাদেশ ঝুঁকিমুক্ত। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের প্রতিরোধ চালু রাখতে হবে। সাধারণ জনগণের প্রতি আবেদন আপনারা ঘরে থাকুন, আপনারা বের হবেন না। ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। সরকার যেসব নির্দেশনা দিয়েছে সে আপনাদের ভালোর জন্য দিয়েছে। নিতান্ত বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এর আগে মো. হাবিবুর রহমান বলেন, দেশে ৫৫ হাজার মানুষ এখন কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন মুক্ত করা হয়েছে ২৯ হাজার। বাকিরা এখনও আছেন। ঢাকা শহরে ৮টি সরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। গত দু’দিন দেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। Share this:FacebookX Related posts: বাংলাদেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জন,সুস্থ হয়েছেন ২৬ জন দেশে করোনায় নতুন করে আক্রান্ত আরও ৫৪ জন, মৃতের সংখ্যা বেড়ে ২০ শেখ হাসিনার সমবেদনা: করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে করোনায় আজও নতুন করে আক্রান্তের কোনো খবর নেই বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেল চীনের ভ্যাকসিন করোনায় আক্রান্ত অর্ধেকেরও বেশি সুস্থ করোনাভাইরাসে আক্রান্ত হুইপ সামশুল হক চৌধুরী করোনা আক্রান্ত ৫৬৯ জন করোনায় আক্রান্ত ৪৪৩ জন বাংলাদেশে আল জাজিরার অবস্থান তলানিতে: তথ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: আক্রান্তআরো একজনকরোনা ভাইরাসেনতুন করেবাংলাদেশে