এসএসসির স্থগিত পরীক্ষা ২৭-২৮ মে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী (২৭ মে) শনিবার ও (২৮ মে) রোববার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সোমবার রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে। বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে।ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। Share this:FacebookX Related posts: এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৫৪৪৭, বহিষ্কার ৫ চলতি বছরে কার্যকর হচ্ছে জিপিএ-৪ করোনাভাইরাস নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ চাইলে দেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব একাদশের অনলাইন ক্লাসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা, জানা যাবে দুপুরে সমন্বিত নিয়োগবিধি নিয়ে প্রাথমিক শিক্ষকদের অসন্তোষ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শিক্ষামন্ত্রীর সঙ্গে নিষ্ফল বৈঠক, অনশন ভাঙবেন না শিক্ষার্থীরা যেভাবে চলবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস SHARES Matched Content জাতীয় বিষয়: ২৭-২৮ মেএসএসসিরস্থগিত পরীক্ষা