সুদান নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ১, ২০২৩

অনলাইন ডেস্ক : সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স-এর (আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে সহিংসতায় ৪,৫৯৯ জন আহত হয়েছেন।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চলমান সহিংসতায় মৃতের সংখ্যা হচ্ছে ৫১২ জন এবং আহত হয়েছেন ৪,১৯৩ জন।

সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ১৮ টি রাজ্যের মধ্যে ১২টিতে সংঘাত চলছে।

তিন দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবার সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

এক বিবৃতিতে আরএসএফ দাবি করেছে যে খার্তুমের ওমদুরমান অঞ্চলে একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।

এ দাবির বিষয়ে সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি