কালীগঞ্জে একদিনে নিহত ৫

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক ; গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় একদিনে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার জন সড়ক দুর্ঘটনায় ও একজন বিষপানে মারা গেছেন।
বুধবার দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফায়েজুর রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক চারটি ঘটনায় ওই চার জন নিহত হন।

ওসি বলেন, নিহত কাউছার আহম্মেদ (৩২) গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার মোহাম্মদ শুক্কুর মোল্লার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলে রাত ৮টা দিকে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিনা বেগম (৫০) একই জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের মেয়ে। তাকেও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাও নামক স্থানে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচদোনাগামী সিএনজি অটোরিকশার অজ্ঞাত (১৮) এক কিশোর যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর মিরাজকে (১২) প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন চিকিৎসক। পরে সেখানে এসে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মিরাজ গাজীপুরের টঙ্গীর চেরাগআলী (কাঁঠালতলা) এলাকার জালাল উদ্দিন ওরফে জলিল মিয়ার ছেলে।

এছাড়া, বিষপানে মৃত সজল চন্দ্র দাস (৩০) কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াসুতি গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় তিনটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দুটি সড়ক পরিবহন আইনে এবং একটি অপমৃত্যুর।