ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

অনলাইন ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে ফসলের মাঠ থেকে এক মানুষিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতীর বাড়ির পিছনের একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নলছিটি থানার ওসি আতাউর রহমান।

নিহত যুবতীর নাম স্মৃতি আক্তার (৩৫)। তার বাবা মৃত মতিউর রহমান মোল্লা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আতাউর রহমান জানান, মানুষিক প্রতিবন্ধী ওই যুবতী তার মায়ের সাথেই নিজেদেন বাড়িতে বসবাস করতো। বুধবার ভোর রাতে ঘুম থেকে জেগে স্মৃতিকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজ করেন তার মা।

পরে বেলা ১১ টার দিকে মাঠে গরু চরাতে গিয়ে এক যুবক ওই যুবতীর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয়রা থানায় খবর পাঠালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতদের ছোট বোন মুক্তা আক্তার জানান, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্নের অলংকার ক্রয় করি। সেগুলো পাচ্ছি না। সকালে আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভাংঙা পাওযা যায়। মুক্তা আরো জানান, আমার বোনের একটি মানুষিক সমস্যা থাকলেও সে সবকিছু বুঝতে পারতো।

ওসি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছ। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।