ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩ অনলাইন ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে ফসলের মাঠ থেকে এক মানুষিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতীর বাড়ির পিছনের একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নলছিটি থানার ওসি আতাউর রহমান। নিহত যুবতীর নাম স্মৃতি আক্তার (৩৫)। তার বাবা মৃত মতিউর রহমান মোল্লা। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আতাউর রহমান জানান, মানুষিক প্রতিবন্ধী ওই যুবতী তার মায়ের সাথেই নিজেদেন বাড়িতে বসবাস করতো। বুধবার ভোর রাতে ঘুম থেকে জেগে স্মৃতিকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজ করেন তার মা। পরে বেলা ১১ টার দিকে মাঠে গরু চরাতে গিয়ে এক যুবক ওই যুবতীর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয়রা থানায় খবর পাঠালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের ছোট বোন মুক্তা আক্তার জানান, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্নের অলংকার ক্রয় করি। সেগুলো পাচ্ছি না। সকালে আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভাংঙা পাওযা যায়। মুক্তা আরো জানান, আমার বোনের একটি মানুষিক সমস্যা থাকলেও সে সবকিছু বুঝতে পারতো। ওসি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছ। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে দুইটি বাল্যবিয়ে পন্ড ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ: ভ্রাম্যমান আদালতে জরিমানা ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড ঝালকাঠিতে বোমা হামলা মামলার রায় ঘোষনা: ২ জনের যাবজ্জীবন ঝালকাঠিতে মাদক ব্যবসায়ী দম্পত্তি আটক ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে “পুলিশ মেমোরিয়াল ডে -২০২০” উদযাপন পাথরঘাটায় নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা ঝালকাঠিতে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ঝালকাঠিতেপ্রতিবন্ধীমরদেহ-উদ্ধারযুবতীর