৩০ টাকায় ধান, ৪৪ টাকায় চাল কিনবে সরকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; আসন্ন বোরো মৌসুমে ৩০ টাকা কেজি দরে চার লাখ টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১২ দশমিক ৫০ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। ২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং গম ২৮ টাকা দরে সংগ্রহ করা হয়েছিল। সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৩ মৌসুমে চার লাখ টন ধান, ১২ দশমিক ৫০ লাখ টন সিদ্ধ চাল ও এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ ০৭ মে থেকে শুরু হয়ে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সভায় অংশ নেন। সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর দূরত্ব বজায় রেখে অন্য রকম এক মন্ত্রিসভা বৈঠক বুড়িগঙ্গায় লঞ্চডুবি : দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার ঢামেকে ২০ কোটি টাকার খাবারের বিল ‘অস্বাভাবিক’, পরীক্ষা হচ্ছে সৌদি রাষ্ট্রদূত হলেন জাবেদ পাটোয়ারী ডিএমপির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম দুর্নীতির প্রমাণ পাওয়ায় ভিকারুননিসার অধ্যক্ষ ওএসডি মিজোরামে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ তৎপরতা ঠেকাতে বর্ডার আউটপোস্ট বাড়ানো হচ্ছে ‘সীমান্তে বিএসএফকে অভিযান চালাতে বলেছে বাংলাদেশ’ করোনায় আরও ২৪১ জনের মৃত্যু পাসপোর্ট সংশোধনে নতুন নির্দেশনা গ্যাস-বিদ্যুতে উৎপাদন খরচ দিতে হবে, ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ৩০ টাকায় ধান৪৪ টাকায় চাল কিনবে সরকার