কার জায়গায় খেলবেন লিটন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : আইপিএল খেলতে সোমবার সকালে কলকাতা পৌঁছে গেছেন লিটন কুমার দাস।বাংলাদেশি উইকেটকিপার এ ব্যাটারকে নিয়ে পশ্চিম বাংলার স্থানীয় গণমাধ্যমে ভালোই উৎসাহ দেখা যাচ্ছে।
রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য কীর্তির মাঝেও আনন্দবাজার ও আজকাল-এর মতো বহুল প্রচারিত দৈনিকগুলো গুরুত্ব দিয়ে তার আগমনের খবর প্রকাশ করেছে।

তবে লিটন একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।আগামী ১৪ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কেকেআর।সে ম্যাচে তার ডাগআউটে বসা অনেকটাই নিশ্চিত।

কেকেআর স্কোয়াডে বিদেশি ওপেনার লিটনসহ তিনজন।এর মধ্যে আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ নিয়মিত ওপেন করছেন। ডাগআউটে বসে আছেন জেসন রয়। তাদের দু’জনকে পেছনে ফেলতে হবে লিটনের। তবে খেলার সুযোগ না পেলেও আইপিএলকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

আইপিএল খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া আছে আগামী ৪ মে পর্যন্ত। এর মধ্যেই লিটন ও মুস্তাফিজকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। সে সময় বাংলাদেশ দলের ইংল্যান্ডে থাকার কথা। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ।