আইপিএলে খেলতে গেলেন লিটন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের। তবে পারিবারিক কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। ফলে কেকেআর শিবিরে বাংলাদেশি হিসেবে লিটন দাসই এখন আলোচনায় রয়েছেন।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় উড়াল দেন লিটন। গুজরাটে ম্যাচ খেলা কেকেআরের কালই কলকাতায় ফেরার কথা ছিল। ১৪ এপ্রিল কলকাতার পরবর্তী হোম ম্যাচ থেকে লিটন খেলার জন্য প্রস্তুত থাকবেন। ঘরের মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

লিটনের জন্য প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হবে। আফগানিস্তানের কিপার-ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন। দলকে ভালো সূচনা এনে দিয়েছেন। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও। সাকিবের পরিবর্তে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে।

লিটন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবুও তার সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে। আবার কলাকাতার হয়ে মৌসুমের বাকি অংশও পুরো খেলতে পারবেন না লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তিনি আগামী মাসে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড যাবেন।