ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের বড় দরপতন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ান মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়েছে। মূলত ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার মুদ্রা দুর্বল হতে থাকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ এপ্রিল) মার্কিন ডলারে বিপরীতে রুশ মুদ্রাটি পতন হয়ে দাঁড়িয়েছে ৮২ রুবলে। অর্থাৎ এখন এক ডলার কিনতে হলে ৮২ রুবল খরচ করতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। এতে কিছুটা বিপাকে পড়েছে রুশ অর্থনীতি। চলতি বছরের শুরুর দিকে রাশিয়া জানিয়েছে, ২০২২ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে দুই দশমিক এক শতাংশ। যদিও পূর্বাভাস ছিল দেশটির অর্থনীতি কমতে পারে ১৫ শতাংশ। এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। বেইজিং সফররত ফরাসি প্রেসিডেন্ট জিনপিংয়ের উদ্দেশে বলেছেন, আমি জানি, রাশিয়ার শুভবুদ্ধির উদয় ঘটাতে এবং সবাইকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আপনার ওপর ভরসা করতে পারি। আর জিনপিং বলেছেন, বিশ্বশান্তি রক্ষার ‘দায়িত্ব ও সামর্থ্য’ রয়েছে চীন এবং ফ্রান্সের। যদিও মস্কো বলছে, এখন পর্যন্ত ‘শান্তিপূর্ণ মীমাংসার কোনো লক্ষণ নেই’ এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনাকে অপব্যয় বলছেন ট্রাম্প আল-জাজিরার বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা ইরানের সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি হচ্ছে রাশিয়ার মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে জীবাণুনাশক গেট স্থাপন অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার ২৪৪ যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদী বিষাক্ত মদ পানে ইরানে ১০ জনের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ডলারেরবড় দরপতনবিপরীতেরাশিয়ানরুবলের