বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: হামলা-কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩ স্টাফ রিপোর্টার : বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। অগ্নিকাণ্ডের দিন পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদরদপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করার কথা রয়েছে। আজই বংশাল থানায় ফায়ার সার্ভিসের মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এছাড়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। Share this:FacebookX Related posts: ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বাংলাদেশ ন্যাপ নির্বাচনী বিধি লঙ্ঘন করায় আতিকুলকে শোকজ স্বামী মাসে খরচ দেয় ১১০০, হতাশায় দুই মেয়েকে খুন করি দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে : আইইডিসিআর মালয়েশিয়া মারুফ গোল্ডেন রোজ কোম্পানির ঈদ পূর্ণমিলনী জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে মেয়রের নির্দেশ মহাকবির ১৯৭তম জন্মবার্ষিকী আজ ঢাকায় পৌঁছেছে সেরামের ৫০ লাখ টিকা বাংলাদেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে, তা নজিরবিহীন: তথ্যমন্ত্রী মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা SHARES Matched Content জাতীয় বিষয়: ৩০০ জনের বিরুদ্ধে মামলাবঙ্গবাজারে অগ্নিকাণ্ডহামলা-কাজে বাধা দেওয়ায়