বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না। আওয়ামী লীগ মানুষকে ঘর দিয়েছে, মাথা গোঁজার ঠাঁই দিয়েছে। আমরা কারও কাছে হাত পাততে চাই না। দেশে এক ইঞ্চি মাটিও পতিত থাকবে না। নিজের খাবারের জন্য মাঠে কাজ করতে কোনো লজ্জা নেই। শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। অংক ও উর্দু পরীক্ষায় পাস করেছিলেন। কারণ, উর্দু পাকিস্তানি ভাষা আর অংক হচ্ছে হিসাব করা, যা বিএনপি ভালো করেই বোঝে। জিয়া এসএসসি পাস করে চাকরি নিয়েছিলেন।’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার মানেই হচ্ছে মানুষের ওপর অত্যাচার, মানুষকে শোষণ করা, বঞ্চনা করা। আর আওয়ামী লীগ মানুষকে উপহার দেয় উন্নয়ন। আমরা আজ শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। যেখানে বিদ্যুৎ নেই আমরা সোলার প্যানেল করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ময়মনসিংহ বিভাগ করে দিয়েছি। প্রতিটি বিভাগের মতো এ বিভাগে ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, একটি আলাদা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেব। শেখ হাসিনা বলেন, আমি ও ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। আওয়ামী লীগের সভাপতি করার পর দেশে আসার সুযোগ হয়। আমার একটাই লক্ষ্য আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। তা বাস্তবায়ন করা। Share this:FacebookX Related posts: ‘জামালপুর-এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হালুয়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর ইতালি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী চালের নমুনা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতি সচল রেখেছে :প্রধানমন্ত্রী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার জোবায়েদ এখন শুধু সামনে এগিয়ে যাবার পালা : প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে বাংলাদেশ উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে: প্রধানমন্ত্রী সবার আগে জীবন বাঁচানোটাই জরুরি: প্রধানমন্ত্রী আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে: প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: কোনো মানুষপ্রধানমন্ত্রীবাংলাদেশেরভূমিহীন থাকবে না