ইতালি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের দ্বিপক্ষীয় ইতালি সফর সমাপ্ত করে শুক্রবার ঢাকার পথে রওনা দিয়েছেন।প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় মিলান মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটির শনিবার সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোতের আমন্ত্রণে মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছান। সফরকালে তিনি বুধবার ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এবং তারা ব্যবসা-বাণিজ্য প্রসারিত করে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।

এছাড়া, প্রধানমন্ত্রী মঙ্গলবার তার সম্মানে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন এবং বুধবার রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করেন।

শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে হলি সি-তে (ভ্যাটিকান সিটি) সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী একই দিনে মিলানের উদ্দেশে ট্রেনে করে রোম ত্যাগ করেন।