করোনা সংকট মোকাবিলায় বিএনপির প্যাকেজ প্রস্তাবনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ অনলাইন ডেস্ক : চলমান করোনাভাইরাস সংকট মোকাবিলায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন ভাগ অর্থাৎ ৮৭ হাজার কোটি টাকার প্যাকেজ প্রণোদনা ঘোষণার প্রস্তাব দিয়েছে বিএনপি। শনিবার (০৪ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘চলমান করোনা সংকট কেবল জীবনের জন্য ঝুঁকি নয়, অর্থনীতির জন্য তা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। আর এ জন্য সব চেয়ে বেশি দুর্ভোগে পড়বে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। সে জন্য আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদী কতগুলো পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখছি। সরকার এই প্রস্তাবগুলো সদয় বিবেচনার মাধ্যমে বাস্তবায়ন করবে— এটাই আমাদের প্রত্যাশা।’ ‘ইতিমধ্যে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেগুলো এই সংকট নিরসনে যথেষ্ট নয় বলে আমরা মনে করি। এ জন্য জিডিপর ৩ শতাংশ অর্থাৎ ৮৭ হাজার কোটি টাকার প্যাকেজ প্রণোদনা ঘোষণার দাবি জানাচ্ছি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Share this:FacebookX Related posts: জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের বিএনপি’র গন্ডগোল পাকানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের ছয় সিটিতে বিএনপির কর্মসূচি বিএনপির কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা: ওবায়দুল কাদের বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক প্রচারণায় হামলার পর তাবিথের ঘোষণা মাঠে থাকার সম্মিলিত প্রয়াসে করোনাকে পরাজিত করব সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা সংকটাপন্ন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: করোনা সংকটপ্যাকেজ প্রস্তাবনাবিএনপিরমোকাবিলায়