কয়েকজন মিলে বললেই আইন বাতিল করতে হবে, তা কিন্তু নয়: তথ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ সময় সংবাদ ডেস্কঃআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকজন দাঁড়িয়ে বললেই আইন বাতিল করতে হবে-তা কিন্তু নয়। বাংলাদেশে আরো বহু নাগরিক আছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে বহু নাগরিক আছে, শুধু কয়েকজন মিলে দাঁড়িয়ে বললে সেটিই করতে হবে- তা কিন্তু নয়।‘ তথ্যমন্ত্রী বলেন, ‘নাগরিক বলতে শুধু কয়েকজন যারা বক্তৃতা করেছেন, যারা সব সময় সরকারের বিরুদ্ধে বক্তৃতা করেন- তাদেরকে বোঝায় না। বাংলাদেশে আর বহু সুশীল সমাজের প্রতিনিধি আছেন- হাজার হাজার লক্ষ লক্ষ, আরও বহু নাগরিক আছেন।‘ সরকারের আগের অবস্থানই তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য। তিনি আরও বলেন, যখন এই ডিজিটাল বিষয়টা ছিল না, তখন আইনের প্রয়োগও ছিল না। যখন ডিজিটাল বিষয়টা এসেছে, তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টাও এসেছে। এ ধরনের আইন ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, এ আইনের বলে সেখানেও শাস্তি হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। তবে এই আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেজন্য আমরা সতর্ক আছি এবং থাকব। তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো আইনের বলে যদি কেউ গ্রেপ্তার হয় এবং তার যদি কারাগারে কোনো কারণে মৃত্যু হয়, আর এ জন্য সেই আইন যদি তাহলে বাতিল করতে হয়, তাহলে তো বাংলাদেশে সব আইন বাতিল করার কথা আসে। কারণ অন্যান্য আইনেও মানুষ গ্রেপ্তার হয় এবং কারাগারে নানা কারণে মৃত্যু হয়। তাহলে সে সমস্ত আইনও বাতিল করে দিতে হবে?‘ Share this:FacebookX Related posts: সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস: তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয় জঙ্গিনির্মূলে বড় বাধা : তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতায় জাতির কাছে ক্ষমা চান- বিএনপিকে তথ্যমন্ত্রী বিএনপি’র গন্ডগোল পাকানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ‘নাচতে না জানলে উঠান বাঁকা’ : তথ্যমন্ত্রী আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে: তথ্যমন্ত্রী বিএনপি চাইলে ‘আগে করোনা টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী বিএনপি ‘হাল ছেড়ে দেওয়ায়’ চসিক নির্বাচনে ভোটের হার কম: তথ্যমন্ত্রী অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : কাদের শুধু বক্তৃতা-স্লোগান নয়, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে: তথ্যমন্ত্রী SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কয়েকজন মিলে বললেই আইন বাতিল করতেতথ্যমন্ত্রীতা কিন্তুনয়:হবে’