নরসিংদীতে এসএমই ঋণ মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

অনলাইন ডেস্ক ; কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণে নরসিংদীতে প্রথমবারের মত দিনব্যাপী কৃষি ও এসএমই ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এ সময় বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর উদ্যোক্তা ও কৃষকবান্ধব নির্দেশনার আলোকে সকল সরকারি-বেসরকারি ব্যাংকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলেও এ বিষয়ে অবগত নন অনেক তরুণ উদ্যোক্তা ও কৃষকরা। ফলে সঠিক তথ্য না জানা ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এই ঋণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণে তথ্য জানানোর জন্যই এই মেলার আয়োজন। মেলায় সরকারি ও বেসরকারি মোট ৪৪টি ব্যাংক স্টল বসিয়ে তথ্য ও ঋণ প্রদানের উদ্যোগ নেয়।

মেলায় স্বল্প সুদে ঋণ গ্রহণের তথ্য জানা ও ঋণ ব্যবস্থায় খুশি উদ্যোক্তা ও কৃষকরা। ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন হবে বলে জানান জেলা প্রশাসক ও ব্যাংক কর্মকর্তারা।