নরসিংদীতে ৪ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

অনলাইন ডেস্ক : নরসিংদীতে নতুন করে আরো একজনে মাঝে করোনা শনাক্ত হল। এনিয়ে জেলায় মোট চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগী হলো নরসিংদী জেলা হাসপাতালের মালী করোনা আক্রান্ত জুয়েলের স্ত্রী জর্না বেগম (৩০) আজ আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে করোনা পজেটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।

এর আগে করোনা আক্রান্তরা হলো রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের একজন ও নরসিংদী জেলা হাসপাতালে মালী ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামের বাসিন্দা জুয়েল এবং পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার একজনসহ মোট তিন জন। শনিবার নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়পুরার শাহপুর গ্রামের ও পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার দুই জনই নারায়নগঞ্জে চাকুরী করতেন। এছাড়া নরসিংদী ১০০শয্যা জেলা হাসপাতালের মালী (পরিচ্ছন্ন কর্মী) রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য,নরসিংদী জেলায় লকডাউনের তৃতীয় দিন চলছে।