‘কোন ক্রমেই দেশে ডিম আমদানি করা হবে না’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২ অনলাইন ডেস্ক ; কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা একটু কষ্ট করি তারপরও আমরা ডিম আমদানি করবো না। কোন ক্রমেই দেশে ডিম আমদানি করা হবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নতুন করে ডিমের দাম বেড়েছে, এ ক্ষেত্রে আপনাদের নজরদারি বাড়াবেন কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘দাম চাহিদার ওপর নির্ভর করে। তবে একজন কৃষিবিদ হিসেবে বলতে পারি যাই দাম বাড়ুক দুই-তিন মাস পরে আমি লিখে দিতে পারি ডিম তারা বেঁচতেই পারবে না। এটা নিয়ে আমাদের কোন সমস্যা নেই।’ এর আগে ডিমের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন প্রয়োজনে ডিম আমদানি করা হবে। এরপরই ডিমের দাম কমে যায়। এতে বিষয়টি স্পষ্ট ডিমের দাম বাড়ার পেছনে কিছু একটা আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন ক্রমেই যেন ডিম আমদানি করা না হয়। আমরা একটু কষ্ট করি তারপরও আমরা ডিম আমদানি করবো না।’ কিসের ভিত্তিতে বলছেন দুই-তিন মাস পর ডিম বিক্রি করতে পারবে না সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘যখন দাম বাড়ছে সবাই বাচ্চা তুলছে। কয়েকদিন আগেই ডিম বিক্রি করতে পারছিল না, আবার ব্রয়লার মুরগি ৯০-১০০ টাকা। গত তিন বছর ধরে এটা চলছে। পোল্ট্রি ফার্মের মালিকরা লস করতে করতে আর লস করতে রাজি না।’ এর আগে বাণিজ্যমন্ত্রী কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তী তিনি বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের অসযোগিতার কারণে এটা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কোন আলোচনা হয়নি। অসহযোগিতার কিছু নেই। তবে আমি আবারও বলছি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাস্তবায়ন করা কঠিন। এটা বড় চ্যালেঞ্জ, মুক্তবাজার অর্থনীতিতে। বিশেষ করে কাঁচা পণ্য চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।’ Share this:FacebookX Related posts: দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ দেশে করোনায় নতুন করে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১ দেশে করোনায় নতুন করে আক্রান্ত আরও ৫৪ জন, মৃতের সংখ্যা বেড়ে ২০ দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল দেশে করোনায় আক্রান্তের ৭৩ শতাংশ ঢাকার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই, থামছে না মৃত্যু দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৪ শনাক্ত ১৬৯৪ জন দেশে করোনা সংক্রমণের হার কমেছে, বেড়েছে সুস্থতা দেশে এক বছরে আত্মহত্যা করেছে ১৪ হাজার ৪৩৬ জন দেশে এলো মডার্নার আরো ৩০ লাখ ডোজ টিকা ‘দেশে বিদ্যুতের কোনো অভাব নেই’ দেশে ফিরেছেন ৩৭৯১২ হাজি SHARES Matched Content জাতীয় বিষয়: 'কোন ক্রমেইডিম আমদানি করা হবে না'দেশে