দেশে করোনায় নতুন করে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জন মারা গেছেন। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইনে বুলেটিনে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫০টি আইসোলেশন বেড রয়েছে। এর বাইরে সারাদেশে আইসোলেশন বেড রয়েছে ৬ হাজার ১৪৩টি। মোট ৭৬৯৩টি আইসোলেশন বেড রয়েছে। এর মধ্যে আইসিইউ বেডের সংখ্যা ১১২টি। আর ডায়ালাইসিস সুবিধা রয়েছে ৪০টি বেডে। আইসিইউ ও ডায়ালাইসিস সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। আইইডিসিআর বলেন, করোনায় মৃতদের মধ্যে দুইজন ঢাকার, বাকি ৩ জন বাইরের। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, নারায়ণগঞ্জের ১৫ জন। আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে একজন। ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৭৯৫ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। হটলাইনে ৩ হাজার ৩৫৮ জনকে পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত চিকিৎসক ছাড়াও স্বেচ্ছাসেবক চিকিৎসকরা এসব স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন। তারা অনলাইন প্রশিক্ষণ নিয়েছেন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লাখ। মারা গেছেন প্রায় পৌনে এক লাখ মানুষ। তবে দুই লাখ ৮৬ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল আইইডিসিআর। এরমধ্যে ৫ এপ্রিল একবারে ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর তার পরদিন ৬ এপ্রিল নতুন করে ৩৫ জন শনাক্ত বলে জানানো হয়। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৪। মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। সে বিষয়টি মাথায় রেখে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সর্বশেষ মুসল্লিদের ঘরে নামাজ পড়তে ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানও রয়েছে। এছাড়া, মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ। Share this:FacebookX Related posts: দেশে করোনায় আরও ৩০ মৃত্যু দেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪ দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ দেশে করোনায় নতুন মৃতের সংখ্যা ৩, আক্রান্ত ৫৮ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নতুন শনাক্ত ২১৯ জন দেশে করোনায় নতুন মৃত্যু ৮, শনাক্ত ৬৩৬ দেশে করোনায় নতুন মৃত্যু ৩৫, শনাক্ত ২৬৩৫ দেশে করোনায় ষাটোর্ধদের মৃত্যু বেশি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে করোনায় সুস্থতার হার ৭৯.৩২ শতাংশ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়দেশেনতুন আক্রান্ত ৪১নতুন করে ৫ জনের মৃত্যু