দেশে করোনায় আক্রান্তের ৭৩ শতাংশ ঢাকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০ অনলাইন ডেস্ক : সারাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জনের মধ্যে প্রায় ৭৩ শতাংশই ঢাকা বিভাগ। বুধবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এছাড়া দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে বলেও জানান তিনি। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। ঢাকা শহরের এবং ঢাকা বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আক্রান্ত রোগীর প্রায় ৭৩ শতাংশ ঢাকা বিভাগের। তাদের অর্ধেক হচ্ছে ঢাকা শহরে এবং বাকিরা অন্যান্য জেলায়।’ ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের ব্যাপারে তিনি বিশেষভাবে বলেন, ‘নারায়ণগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে করোনা শনাক্ত হয়েছেন ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন। নারায়ণগঞ্জে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৮১ জন, এরমধ্যে ৫৮১ জন কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৮৩ জন।’ বুলেটিনে জানানো হয়, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের পর আশঙ্কাজন অবস্থায় আছে গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা। এদিকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে করোনাভাইরাসে ১২০ জনের মৃত্যু হয়েছে। Share this:FacebookX Related posts: দেশে হোম কোয়ারেন্টাইনে ৪৭১৮১, ছাড়পত্র পেয়েছেন ১৬৫৬৪ জন দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ দেশে নতুন করোনা আক্রান্ত ৪৯৭, মৃত-৭ দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৬৩ জন দেশে করোনায় নতুন মৃত্যু ১৫ শনাক্ত ২০২৯ দেশে করোনায় নতুন মৃত্যু ৩৫, শনাক্ত ২৬৩৫ দেশে সূর্যগ্রহণ চলছে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২ মৃত্যু দেশে করোনা শনাক্তের ৬৪ শতাংশই ঢাকার দেশে করোনায় আরও ৩০ মৃত্যু দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content জাতীয় বিষয়: ৭৩ শতাংশ ঢাকারকরোনায় আক্রান্তেরদেশে