সব ধরনের গণপরিবহন চলবে সোমবার থেকে

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার।রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ মে থেকে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার সব গণপরিবহন চলবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষিধের সময় সীমা ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হলো।

গত ০৫ এপ্রিল ভোর ৬টা থেকে দেশব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। আজ রোববার মধ্য রাতে এর মেয়াদ শেষ হবার কথা ছিল।