নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০ অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। ভোরেই কোরবানি করার জন্য পশুকে গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে। এর আগে ঈদের নামাজ পড়ার জন্য নিজেরাও গোসল করে জামা কাপড় পরিধান করে এবং আঁতর সুগন্ধি মেখে মসজিদের গেছেন। স্বাস্থ্যবিধি বজায় রেখে নির্দিষ্ট দূরত্বে বসে এবং মাস্ক পরিধান করে মুসল্লিরা নামাজের জন্য অপেক্ষা করতে থাকেন। মসজিদের ইমাম এ সময় খুতবা পাঠ করেন। খুতবা পড়ার সময় কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কিভাবে বিলিবণ্ঠন করতে হবে ইত্যাদি সম্পর্কে বয়ান করেন। এছাড়াও বয়ানে করোনা ও চলমান বন্যা থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। অন্যান্য বছরের মতো এবার ঈদের নামাজ আদায় শেষে প্রচলিত রেওয়াজ অনুযায়ী কোলাকুলি করেননি। নামাজ আদায় শেষে মুসল্লিরা কুরবানির পশু জবাইয়ের ব্যস্ত হয়ে পড়েন। জাতীয় বায়তুল মোকাররম মসজিদের আজ সর্বমোট ৭টি জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য বছর পশু জবাই করা পর্যন্ত প্রায় প্রতিটি পরিবারের শিশুরা উপস্থিত থাকলেও এবার ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় শিশুরা উপস্থিত ছিল না। Share this:FacebookX Related posts: থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন প্রত্যেক উপজেলায় হবে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ প্রধানমন্ত্রীকে সাধুবাদ ডা. জাফরুল্লাহর দোকানপাট খোলা রাখার সময় বাড়লো প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাড়ি থেকে বের হলেই ব্যবস্থা করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ৫ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল ভাঙন রোধে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর যাদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হলো ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল SHARES Matched Content জাতীয় বিষয়: নগরবাসীনামাজ শেষেপশু কোরবানিতে ব্যস্ত