ফায়ার ফাইটারদের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২২

অনলাইন ডেস্ক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৬০তম ব্যাচের ফায়ার ফাইটারদের বুনিয়াদি কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে সকাল ৯টার দিকে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।

এ সময় ফায়ার সার্ভিসের পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে একটি পতাকাবাহী দল ও তিনটি কনটিনজেন্ট অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক সকাল ৯টায় কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হলে বিউগলের সুর বেজে ওঠে। প্যারেড কমান্ডার সকলকে সাবধান করে প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন।

এরপর সকল নবীন ফায়ার ফাইটারগণ দেশের সেবায় নিয়োজিত থাকার শপথ বাক্য পাঠ করেন।

প্রধান অতিথি ২৬৭ জন নবীন ফায়ার ফাইটার ও ৩৯ জন নবীন ডুবুরিদের মধ্য থেকে শারীরিক যোগ্যতা, বুদ্ধিমত্তা, শৃঙ্খলা, আচার-ব্যবহার; লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে নির্বাচিত চার জন চৌকসকে ‘চৌকস পদক’ পরিয়ে দেন। তাদের মধ্যে একজন ডুবুরি এবং অপর তিন জন ফায়ার ফাইটার।

উল্লেখ্য, একই দিন একই সময়ে ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় সদরে অপর ১৫৯ জন ফায়ার ফাইটারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘তোমরা জানো, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ফায়ার সার্ভিসের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের জান-মাল রক্ষায় তোমাদের আত্মনিয়োগ করতে হবে। তোমাদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হলেও এখন থেকে শুরু হলো বাস্তব প্রশিক্ষণ। প্রতিটি দুর্ঘটনা একেকটি প্রশিক্ষণস্থল। বাস্তব প্রশিক্ষণ কাজে লাগিয়ে সর্বদা মানুষের জান-মাল রক্ষায় নিজেকে উৎসর্গ করতে হবে। এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির কাজে তোমরা সবসময় নিজেকে নিয়োজিত রাখবে বলে আমি আশা করি।