দেশে করোনায় ষাটোর্ধদের মৃত্যু বেশি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে ষাটোর্ধ ব্যক্তিদের সংখ্যাই বেশি। এই স্তরের মানুষের মৃত্যুর হার ৪৩ দশমিক ২৭ শতাংশ। আর মৃত্যুর ঘটনা বেশি ঘটছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। বুধবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এতথ্য জানান। তিনি বলেন, ‘দেশে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ষাটোর্ধ বয়সের মানুষ বেশি। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ষাটোর্ধ বয়সের মানুষের মৃত্যুর হার ৪৩ দশমিক ২৭ শতাংশ।’ ‘অন্য বয়সীদের মধ্যে মৃত্যুর হারে ৫১ থেকে ৬০ বছরের মানুষের মৃত্যু হার ২৮ দশমিক ৫১ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের ১৪ দশমিক ৯৯ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের ৭ দশমিক ৬২ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৪৯ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ১৬ শতাংশ এবং ১০ বছরের নিচে দশমিক ৬৩ শতাংশ’। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের বেশিরভাগই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।’ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালে ২৩ জন আর বাড়িতে ১৮ জনের মৃত্যু হয়েছে। Share this:FacebookX Related posts: দেশে করোনায় দ্বিতীয় মৃত্যু, নতুন আক্রান্ত ৪ দেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪ দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯ জন দেশে করোনায় নতুন মৃতের সংখ্যা ৩, আক্রান্ত ৫৮ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ দেশে করোনায় নতুন মৃত্যু ৮, শনাক্ত ৬৩৬ দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ দেশে করোনায় নতুন মৃত্যু ৩৫, শনাক্ত ২৬৩৫ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে দেশে করোনায় আরও ৩০ মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়দেশেষাটোর্ধদের মৃত্যু বেশি