দেশে ফিরেছেন আরও ২১৩৩ হাজি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২ স্টাফ রিপোর্টার : হজ শেষে আরও দুই হাজার ১৩৩ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে বুধবার (২৭ জুলাই) পর্যন্ত এ বছর সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯১৫ জনে। বৃহস্পতিবার (২৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি, সৌদিয়ার ৪০টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজের বুলেটিনে জানানো হয়েছে, হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম বুধবার সকালে মক্কার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোঁজখবর নেন। এসময় প্রশাসনিক দলের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন। Share this:FacebookX Related posts: তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন দেশে ফিরেছেন সেনাপ্রধান দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আজ শেখ জামালের জন্মদিন ‘ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ’ ‘ধর্ষণের নতুন আইন মঙ্গলবার থেকেই কার্যকর হবে’ ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল ডিএমপির চার কর্মকর্তাকে বদলি উত্তরায় মুজিব মঞ্চ তৈরি করবে ডিএনসিসি SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ২১৩৩ হাজিদেশে ফিরেছেন