আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে গত সোমবার বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের দেশে ফিরিয়ে আনে। ১৬০ বাংলাদেশি নাগরিকদের নিয়ে, ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই থেকে, সোমবার স্থানীয় সময় ভোর ৪ টায় ১ জন শিশুসহ, মোট ১৬০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকায় অবতরণ করে। বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে, ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে, বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। করোনার কারণে গত তিন মাসের বেশি সময়, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলেন, অনেক প্রবাসী বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায়, কোনোভাবেই দেশে ফিরতে পারছিলেন না তারা। দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন। প্রথমবারের মতো দুবাইয়ে এ বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা। Share this:FacebookX Related posts: তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী চীনে খাদ্য সংকটে বাংলাদেশি শিক্ষার্থীরা, দেশে ফেরার আকুতি দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ভারতে আটকেপড়া ১৬৪ বাংলাদেশি দেশে ফিরছেন ভারত থেকে আরও ২২১ বাংলাদেশি দেশে ফিরলেন মিয়ানমার থেকে ফিরলেন ৪৩ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪২ বাংলাদেশি দেশে ফিরছেন দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ১৫৮ বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হলেও ফেরার সুযোগ পাবেন কাতার প্রবাসীরা বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি ৯৯৯ এ ফোন, লঞ্চে আটকে পড়া দুই শতাধিক যাত্রী উদ্ধার ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার SHARES Matched Content জাতীয় বিষয়: আটকে পড়া ১৬০আমিরাতেদেশে ফিরেছেনবাংলাদেশি