ঈদ মোবারক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২ অনলাইন ডেস্ক : ঈদ মোবারক। পবিত্র ঈদ-উল-আজহা আজ। রোববার বাংলাদেশসহ আশপাশের দেশে ঈদ উদযাপিত হবে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা।ঈদ মোবারক আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেওয়ার মহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদ-উল-আজহা ফিরে আসে মুসলমানদের মাঝে। ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আজহার জামাত করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদ-উল-আজহার জামাত। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বায়তুল মোকাররমে এবারও ঈদ-উল-আজহার পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সবশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। Share this:FacebookX Related posts: ঈদ মোবারক ‘খাদ্যের যথেষ্ট মজুত আছে, আতঙ্কের কিছু নেই’ করোনায় আজও ৪২ জনের মৃত্যু অতিরিক্ত ভাড়া নিলে বাসের রেজিস্ট্রেশন-রুট পারমিট বাতিলের নির্দেশ ভারত হারালো বিজ্ঞ নেতাকে বাংলাদেশ হারালো আপনজনকে জলবায়ু পরিবর্তন : উন্নত দেশগুলোর প্রতি প্রতিশ্রুতি পূরণের আহ্বান প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত ইউনেস্কোর শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী হাসিনা-মোদির ১৭ ডিসেম্বরের বৈঠকে দুদেশর প্রধান ইস্যুগুলো উত্থাপন করবে ঢাকা সোমবারের মধ্যে সব জেলায় পৌঁছাবে করোনার টিকা কালো ছত্রাক কি? দেশে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: ঈদ মোবারক