‘খাদ্যের যথেষ্ট মজুত আছে, আতঙ্কের কিছু নেই’

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে যথেষ্ট খাদ্যের মজুত আছে। সুতরাং কেউ আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।’শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীসহ সারাদেশে পণ্য মজুদের সুযোগে চালসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। মাত্র তিন দিনের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে ১২ টাকা বেড়ে শুক্রবার রাজধানীর কোথাও কোথাও ৬৬ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বেড়েছে ডিম ও মশুর ডালসহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।